বলবো বলে বলেছিলাম
একেবারে মিথ্যে নয় !
যাইনি ভেসে, শীত হাওয়ার তোড়ে ;
ঘুরে বেড়াই খোলা মনে্‌ যেমন খুশি
ডানা মেলা শঙ্খচিলও নই,      
থমকে দাঁড়াই অনর্থের মোড়ে ।


ছেলেবেলায় মায়ের মুখে শোনা,  
‘কাজলা দিদি’ শোলোক
মন হারানোর গান –
‘সাত সাগর আর তেরো নদীর পাড়ে’
ভাবনা যেন হতচ্ছাড়া ঢেউ ।


ঘেঁটে তছনছ ধূসর ঘিলু মাথার  
শিখেছিলাম আজও চলে শেখা ;  
হিংসে লোভ গন্ধমোড়ক
শিউলি, হাসনুহানা ;
অবচেতন বিরূপ মতি রেখা ।
  
পাহাড় বেয়ে জলের ধারা,  
ছুঁয়ে গেছে শরীর ;
স্বপ্ন সাজে, অলীক রঙিন ভাঁজ ।  
আঙুল খাঁজে, জমিয়ে তোলা নিদাঘ প্রবর স্মৃতি ;  
উস্কে দেওয়া ক্ষণপ্রভা
সঞ্চিত সুখ আকর ।  


পূর্ণিমা রাত নীরব হৃদয়, দূরে ভাটিয়ালি ;  
অবসরে হতেও পারে দগদগে ঘা ।  
কুড়িয়ে আনা গ্রীষ্ম সকাল
ভোর আলোতে বকুল -  
ঝুলন সাজে সুঠাম গড়ন
বাঁকে বিহারী ঝাঁকি ।  


বলতে হবে কোন সে দিক !
নীল ধ্রুব তারা ;  
পোহালে রাত লজ্জা এসে জানাবে পরিচয়,  
বলবো বলে এসেছিলাম -
মোটেই মিথ্যে নয় ।