(সমাজ ও সংস্কৃতির দ্বন্দ্ব)

হয়তো তেমন জমলো না জল,
বরফ হয়ে গলবে ;    
পা দুটো আকাশ পানে,   অন্তিম শয়ানে
ঠোঁট দুটো  হা রেখেই মরবে ।

ব্যাকরণ অনুগত, ঠিক কিবা ঝুটো
প্রতিবিম্ব আয়নায় ডিজিটাল ক্রিপ্টো ।
ময়ূরপুছে শখের সাজে,  কিম্ভূত দাঁড়কাক…..  
অভিবাসন আটক ।

কোষবিচ্ছেদ, এখন লিখি যা ;
“ছিঃ ছিঃ  ননী” এমনতর লজ্জা ।
‘ ভালোবাসা ‘ নাগরদোলা !
সোদা মাটির গন্ধ ভাসে নাকে ,
সংস্কৃতি - লুকনো ঘাড়ের কচ্ছপ……
যত্নে লালন পাড়ার রোয়াকে ।      

[“ছিঃ ছিঃ  ননী….”] - ভারতে  ভাইরাল হওয়া হতোদ্যম প্রেমিকের গান ।