সময় সরল রেখা
হাঁটা আর ভাবা
এক পথে।
ঘটনার গতিপথ
পেরিয়েছে মহাকাল
দরবারে ফেরে
বারেবারে।


অনিবার কালোমেঘ
বরিষণে ভেজে ধরা
আপ্লুত নীরব
পরিভাষা।  
আদরে বসন্ত মাখা
ঘুরে ফিরে হয় দেখা
কালিমা মাখে না
ভালবাসা।


একদিন হবে দেখা
চেনা আলো ধীর পায় এলে ;  
চাগিয়ে জ্যান্ত মাছ
বাঁধা মুখ, এক হাঁড়ি জলে ।  
কচি পাতা, মন কাড়া সাদা ;  
ধুলো ঝড়ে সাজানো সবুজ ।  
না-জানা গভীর ইতিহাসে  
মায়া কাটে বিবর্ণ পাতা।


সরু নদী
হাঁটা পথে পাড়ি -
অনাদরে ভেসে চলে নিত্য অবুঝ ।    
সাধ হয় ডুব দিতে
শুয়ে পড়ি –
সুরসুরি পিঠের চামড়ায়।


হাওয়া কেটে বারিধারা,  
চোখ মুখ স্যাতসেতে ;  
আলিসার কোণে ভেজে কাক ।  
নিরালায় পথ চলা
দৃষ্টিতে সেই আঁখি
ডাকব্যাকে জল ঝরা সুখ ।  


ভাসা ভাসা চেনা মেঘ
জলে ভারী -  
বর্ষার নেই তাড়া এখনও ।


আমি আছি, আমি থাকি
আলগোছে স্মৃতিসুধা......
জমা পলি নয় খরস্রোতা ।  
হিসেবের আঁকিবুকি
আশার গোচনা ভাঁড় ;
জানি তুমি
পার হবে, নদী
একদিন।