এই শোন না, ফিরে এসো
সেই আগুনে প্রোফাইলে
ঝাঁপ দিয়ে তায় করি লেহন
চমৎকারের কানন তলে ।


দুরের আকাশ ঘন কালো
রাত গভীরে সে কী এলো
কমলা রঙ পেঁচানো শাড়ী  
শরীর জুড়ে ।
প্রেমে পাগল হ্যাংলা জিদ
ভিজে ছাদে ;
এই আমি, তাই  খুব একলা তোমায় ঘিরে ।


ইছে ক’রে এড়িয়ে গেছো যেমন খুশি  
করতে দেখা ক্ষতির অংক লিখেছিলে ।  
সেই গণিতের  নামতা দোলে তোমার ঠোঁটে
তাতেও সাথে - অবাক বোধ বাধ্য ছেলে ।  


শিউলি মন উঠুক দুলে
ওই আগুনে প্রোফাইলে
ফুটুক কাঁটা বাবলা…
ভাবলে ভাবুক অবুঝ সমাজ
না হয় রই ক্যাবলা ।  


লক্ষী সোনা কথা রাখো
আর একটি বার...।
জংলা চোখে দেখি তোমায়
সহস্রবার ।