শহর গ্রাম নালা নদী
গুগল্‌ ম্যাপ – দিক নিশানা বলে ।
উঁচু গাছের মাথায় চড়ে, -
ঠান্ডা হাওয়ায় শরীর হয় হিম ;
রিয়েল লাইফ্‌ - দূরের রাস্তা মাপা ,
বাতিস্তম্ভ একা ।
আকাশ নীল তাতে কী -
কালবোশেখি ঝড় আসছে ওই ।
আলের বাঁধন শুধুই সীমানা ।
যোগাড় করা জ্বালানিতে
জ্বলছে আগুন পথের ধারে
কনকনে শীত ।
গুটিয়ে শরীর ক’টা প্রাণী
দিচ্ছে সামাল এধার ওধার ।
প্রায় রোজ ফিস্‌ফিসিয়ে
টর্চ জ্বালিয়ে বার্ত্তা আসে
আঙিনাতে পুর-সভার ভোট ।
তপ্ত বালি ভাপের দুপুর
উদোম নাচে জন-জোয়ার
ফুটপাথে আর ক’দিন
থাকি একা ?