আমি সেদিন ব’লেছিলাম শোনোনি সে কথা,
ব’লেছিলাম আমার মনের ভালবাসার ব্যথা ।
ব’লেছিলাম করব দেখা জায়গা বলে দাও,
ব’লেছিলাম ভাল-খারাপ সমাজের এই নাও ।
ব’লেছিলাম সদাই শুনি রোমাঞ্চকর বাঁশি -
ব’লেছিলাম ঠোঁটের কোণে আধ পাগলা হাসি ।
ব;লেছিলাম যা-ইচ্ছে-তাই বলুক পাড়ার লোক,
ব’লেছিলাম এখন কেন লুকিয়ে রাখার ঝোঁক ।
ব’লেছিলাম চেয়ে থাকা হ্যাবলা ক্যাবলা চোখে,
ব’লেছিলাম সময় হলে কাঁচা ফলও পাকে ।
ব’লেছিলাম উড়ছে বক জলা জমির ধারে,
ব’লেছিলাম কাঁপছে ছায়া ছোট ঢেঊয়ের তালে ।
ব’লেছিলাম লক্ষীবদন সঙ্গে মদন যার -
ব’লেছিলাম লোভীর দলে অপার সংসার ।
ব’লেছিলাম এসো কিনি হলুদ রঙা গাভী -
ব’লেছিলাম সলমান্‌ খান্‌ বেয়াদবী ছবি ।
ব’লেছিলাম খবর রাখ হরফ ছোট বড়,
ব’লেছিলাম কৌশলী চাল ভয়ে জড়সড় ।
ব’লেছিলাম পকেট-জামা অনুপাতে বেশী,
ব’লেছিলাম এই দেশেতে সবাই বিদেশী ।
ব’লেছিলাম  এই সংসার আর কতদিন যুঝি ?  
ব’লেছিলাম  অনেক হল কোরেন্‌সিয়া (স্পানিস) খুঁজি ।