‘বেলে’র (কলিং) বাজনা নয় -
দরজায় ঠক্‌ ঠক্‌ শব্দ;
গাল ভরা দাড়ি আর এলোমেলো চুল,
মিষ্টি মু্‌খ বিনম্র বদন ।
কলতান বাতাসে ভাসিয়ে
বলল সে - আমি ‘দেবব্রত’ ,
চোখে মুখে ঈষৎ কালিমা
‘শান্তনু আমার বাবা’।


দূর আকাশে ওড়ে চিল -
নিশ্চিন্তে সাথী নিয়ে আরো;
টবের কয়েকটা ফুল
প্রজাপতি সোহাগে বিলীন।
ঐ যে খেলার মাঠ
স্থির লেজ, দাঁড়িয়ে সটান;
ক’টা গরু - কড়া রোদে
কচি ঘাস খাচ্ছে চিবিয়ে ।
সব কিছু সুস্থ, সাধারণ
‘সুনামী’র নেই অবকাশ ।


সুন্দরী ‘সত্যবতী-যোজনগন্ধ্যা’ ,
আমাদের আদরের মেয়ে;
ঠিকানা সঠিক আছে -
হয়নি তোমার ভুল, এতটুকু;
অতিথি দেবতা বলে মানি ।
শর্ত এক, ‘শান্তনু’ আমার বন্ধু হোক্‌;
তুমি ও তো বীর -
অর্জিত অধিকার,
হাহাকারে ব্যাকুল চাতক ;
কেন মিছে বনবাস?
শরশয্যা বেমানান আজ ।
পটে আঁকা, বাঁকা পথ মুছে -
সাদরে তোমায় ডাকি ‘এসো’ ।