কালো মেঘে সাদা বক উড়লে ,
বাগানের গোলাপটা , কুঁড়ি থেকে ফুটলে ;
কূজনে ভোরের পাখী মগ্ন বোলে -
পাহাড়ের ধারা জলে শীতল শরীরে
কবিতা ! এলে তুমি জোনাক আলোয় ।


বাঁকা চোখে, ভুরু উঁচু, কৌতুকময়ী
একতারা হাতে নিয়ে উদাস যুবক -
ঠাসা ভীড় রাজপথে ছন্দ মিলিয়ে      
উড়ে এসে জুড়ে বসা কথা শোনালে ;
কবিতা! খুঁজছে ভাষা পাখীর কুলায় ।


কাল রাতে, সারি দিয়ে কথা এলো গেলো      
ঘুমের বড়িটা পড়ে সাইড টেবিলে -
স্বপ্নের জাল কেটে ঘোমটা সরিয়ে
নড়বড়ে ডালে বাঁধা রুগ্ন দোলনা ;
কবিতা ! অধিকারে শুধু আমি অনন্যোপায় ।


জীবনের শেষ পথ, সাথী গেছে চলে -
লেখা কথা, ছেঁড়া পাতা, দেমাকী পুঁথি ;
বান জলে আল ভেঙ্গে গেলে ,
ফসলের স্বাদ নেওয়া শুধু ভাঁড়ামি ;
কবিতা ! সবুজের সমারোহ ঐ দূর গাঁয় ।