কুয়াশা এখন প্রহর ছাড়িয়ে, শির্‌শিরে শীত ছাদের মাথায় -  
কড়ামিঠে রোদ দারুণ দীপ্ত ; বার্তা এনেছে নীরব গাথায় ।  
সাড়া দেওয়ার সবুজ সংকেত পাঠিয়েছে উদগ্রীব মন ;
ক্ষণস্থায়ী ছোট্ট জীবন জোনাক আলোয়  পরিক্রমণ  


সুদূর প্রসারী সুপ্ত বাসনা, ভ্রম মরিচীকা চতুর ছলনা –
বক্ররেখার জ্যামিতিক টান রঙীন পেখম করেছে রচনা ।
সেই দুপুরে গলায় আবেগ – চাহিদা এখন নতুন মন্ত্র ;
বিড়ম্বনার শৈলশিখরে প্রতিভাত এক-নায়কতন্ত্র ।
বাঁদরামি নয়, এই ধরাধাম চলমান এক শিল্পকলা ;
বিপ্লব যার চরম প্রণয় আন্দোলনেই ছলাকলা ।
বিভাজনে নতুন সত্তা – জল, মাটি আর আমি-তুমি ;
আকাশ বাতাস বাদ নেই তায় – আদরের  ডাক মর্ত্তভূমি ।  
বাঁধন হারা উতলা জোয়ার সব নিয়ে যায় উজাড় করে ;
দিনের শেষে ভুলের মাশুল অধিকারের জটিল বাঁকে ।
নিরাকার রূপ বুদ্বুদে শেষ ; ক্লেশ-বিদ্বেষ ছন্নছাড়া –
একত্রিত আম-জনতা লক্ষ্য একটা স্বপ্ন গড়া ।


ঝগড়া বিবা্দ থাকুক অ্তীত
শ্রম-বুদ্ধির জটিল গণিত ।
বিভেদ-অভেদ সাজিয়ে হায়
সমীকরণে মেলানো দায় ।
আর্জি ভীষণ নয় বিভাজন
সচেতন হোক অচেতন মন
দুঃখ-সুখের হয়ে ভাগীদার
ফিরে পেতে চাই সব অধিকার ।