দেশ থেকে দেশান্তরে -
ফানুস সাথে মানুষ ওড়ে,
বাজিয়ে ঢাক ঢোল ;
পূজোর গন্ধ বাতাসে হিল্লোল ।


মন্দাক্রান্তা হাঁটু ডোবা জলে,
প্রগতির অগ্নি দীপ ভালে,
নব প্রজন্ম ছিন্ন-ভিন্ন জালে ;
অচিন সায়রে উদ্দীপনার স্রোত ।  


গতির জাঁতায় অভাব স্বপ্ন বোনা -  
রূঢ় বাস্তব রৌদ্র-ছায়ায় মোড়া ।
জীবন চেতনা জীবনের ব্যবহারে,
মাটির পুতুল জলে মিশেই গলে ।  


অসহায় প্রাণ অকারণে ব্যাথা পাই ;  
প্রার্থনা ছিল অতি মানবিক শক্তি ।
পাওয়ার নেশায় টগবগে ছিল মন,
অঢেল ফুলের বিফল সঞ্চয়ন ।  


যুগান্তরেও তোমার রূপেই তুমি -
লোভাতুর মন অহেতুক গরমিলে,
ক্ষণিক লয়ের পেলব স্নিগ্ধ তালে ;  
মুখরিত ছায়া অসম্ভবের আমি ।


হতাশার বুক ক্রন্দন গেছে ভুলে,
শিহরিত ঠোঁট ত্রিভঙ্গমুরারি ;
চাপাহাসি মুখ, ভাল আছি সবে -  
গতি অলিন্দে নীরব চৌকিদারী ।


মণিময় আঁক প্রকৃতির সমারোহে,
প্রমত্ত মন জিগীষার অভিলাষে ;
যৌবনতৃষা সরব উপাখ্যানে -
কাল হয়েছে অকাল শরৎ-কা্লে ।


প্রবীণ নবীন বাধাহীন নির্ঝর ;
আমার মনন ভাগ্যের দায় মেনে,
তোমার রচনা মুক্তির পথ চেনে ;  
চলমান খেয়া শারদীয়া সরোবর ।