শুকনো পাতায় পিছলে পড়ে
রাতের কালো বেড়াল,
অবাধ্য মন শোনে ;
ভোরের আলোর পিরিত, সুড়সুড়ি -  
দেবালয়ের সোপান ঘণ্টার শব্দ হুড়োহুড়ি ;  
দুটো সাধুর পুষ্পচয়ন হয়নি তখন সারা ।    


রূপমাধুরী, গঙ্গাজলে আধেক ভেজা শরীর -  
নগ্ন পদে ঠমক্‌ ঠমক্‌ তালে ;  
কাঁচা জ্বরে কালবোশেখির
ধূসর মেঘে উড়ল আবীর ;
এলোমেলো যৌবন দিল নাড়া ।    


সারিবদ্ধ মহীরুহে
তাল তমাল পাইন দারু ;
জটলা চলে কাকলিতে -
ফল পাকড়ে নত থাকে তরু ।
নরম ডালের দোলাচলে
হাল্কা সমীর আলিঙ্গনে,
ফাঁক-ফোঁকরে ঝিকিমিকি
অতল অবুঝ নীল ।  


কল্প-ছকে নীরব গুহায়    
খেলা চলে লুকোচুরি
রঙীন উপদ্রবে ;        
উঁচু থেকে আরও উঁচু
হিমালয়ের শৃঙ্গ-শিখর
আকাশ তবু দূরে
অনেক দূরে ।