বেশরম ঐ রোদটা,  
পল প্রহর গুনে নয়
এদিক ওদিক আলো
যেমন তেমন বিলোয় ।  


সত্যি ভীষণ সত্যি ;  
তাইতে ভালবাসি......
নয়নতারা পিদিম ধরে -  
দেখায় তোমার মুখ
দেখি, তোমার মন ভোলানো হাসি ।  


কখনো, কোথাও, কোনো দিন!
চায়ের কাপে চুমুক দিতে
আমোদিত মল (Mall)  ;  
হয়তো বা বাস স্টপে
ভরা ঠোঙা বাদাম  
জীবনে সবই সম্ভব।


মাঝে মাঝে, কোথাও,
কোনো দিন;
স্বপ্নগুলো সব, এবড়ো-খেবড়ো পথে
মুখ থুবড়ে পড়ে ।  
হিসেবের খুচরো পয়সাগুলো
ড্যাবডেবিয়ে তাকায় বরাবর!
তখনও সেখানেই,
তোমার ধারের আলোয়
তবুও ডংকা বাজে ।


তাইতে তুমি প্রিয়;
জীবনে সবই সম্ভব।