(আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি ভাবনায়)


পায়ে চলা মেঠো পথ সেদিন
চওড়ায় দুহাত বেড়ে কংক্রীট ।
বুড়ো বুড়ি, কচিকাচা, পাড়ার কুকুর ছাগল
মাটির গন্ধ শুঁকে
হেঁটে গেছে যেমন ভেবেছে......


হন্যে হয়ে এধার ওধার  
খুঁজি বৃথা আজ খালি  আমি ,        
জমির  সীমানা মেপে বেড়ার খাঁচায়
অধিকারে আটক থাকা ঋণ ।  


ভাবিয়েছে সত্যির অপলাপ  
চকচকে আল্পনা ছকে ;  
ফেলে যাওয়া পথটা কত
কেউ মেপে বলুক আমাকে ।


ধধধবে বক সাদা......  টেবিলের দিস্তা কাগজ ।  
হাতের আঙুল নাচে, ডানা কাটা পরী ।
বাতুল প্রেমের গল্প ,  ঠক ঠক ‘ট্যাপ ডান্স’
‘ কী-নবে’ হাজার আনচানী ।    ( ‘ কী-নবে’ - Key knob)


নিরুপায় নদী খাত , ঢঙী  জল করেছিল খেলা ।
অজানার স্বাদ পেতে  শূন্যে মেলেছে ডানা
পারাবত প্রজাপতি আরও যারা ,  
অগুনতি হাজার কোটি বার ।  
ইচ্ছে যোজন পার ,  ভেঙে তালা এই কারাগার
আলবো্লা মাথাখুঁটে মরে ।
সাদা বক দীঘি পারে ছেড়েছে পালক
হিজিবিজি আলোর গোমরে ।    


বদলের ক্যানভাসে, এঁকেছে সে -  
আলিঙ্গনে ঘনপাতা বৃদ্ধ  বট গাছ
সাধ্য কীযে ,
আমি বুঝি তাকে ।


এই পথে আর যারা নেহাত হেঁটেছিল  
হয়তো আমার মত ;
বুলবুলি ডানা কাঁপা বাতাস  
ছড়িয়ে আশ্বাস ।  
শিসে শিসে পেটাচ্ছে ঢ্যারা -


সেও  বুঝি আবার, আমাকেই খোঁজে ।