আমরা মানুষ ......


দীঘি-পাড় মেঠোপথ  জোলো হাওয়া  
শান্ত সকাল ।
আয়নার ভাঙ্গা কাঁচ বাতায়ন রোদ ছুঁয়ে
তেজী রোদ ঝলসায় আমায় ;      
বাতাসে বিলিয়ে প্রেম
কাড়ে মন হাসনুহানা ।  

আকাশে ভাসিয়ে সুর  
অজানায় পথচলা
আলভোলা ফকিরটাই লালন ।
না নেড়ে সদর কড়া  
হঠাৎই উধাও সে
কিলবিল বাতাসে
ধোঁয়া মাখা ধূপকাঠি রসায়ন ।  


ওরা হায়না চিতল......


ঝকঝকে দেঁতো হাসি
তবুও লাস্যময়ী,
আসলে তা উদগ্রীব চেতনা ;  
মাতৃতন্ত্রে চতুর শিকারী ।  


পরতে পরতে তার
বেছে নেওয়া ভালবাসা
বে-অকুফ পুরুষালি বায়না ।    


গর্ভে গর্বসুখ - নারীকুল
চিতল হায়না ।