বিশ্ব বড়োই আজ বিপদগ্রস্থ
                      করোনার ভয়ে ভয়ে
জল স্থল আকাশ পথ স্তব্ধ
                      মৃত্যু মিছিল শ'য়ে শ'য়ে।
আণবিক এক অতি ক্ষুদ্র দানবে
                      মহাসংকট এ ধরায়
দিয়েছে রুখে সে ভুবন জয়ী
                      বিশ্ব মানবের বড়াই।
মানুষেরা যে সব ঘরবন্দী
                      পথঘাট শুনশান
ধুলিকণাহীন নীল আকাশে
                      পাখিদের গুণগান।
আকাশচুম্বী ক্ষমতা ছিল যার
                      বিশ্ব করেছে জয়
সেই মানবের করোনার ভয়ে
                      হবে কি পরাজয়?
যুগে যুগে এসেছে বহু সংকট
                      মৃত্যু লাসের পুরী
সেই দানবেরও রুখেছে মানুষ
                      দিয়েছে ভেঙে গুঁড়ি।
হয়ত কিছুদিন বন্দী হয়ে আমরা
                      থাকব ঘরে ঘরে
সেই অচ্ছুৎ মন্ত্র বুকে নিয়েই
                      একটু খানি সরে।
আছে ডাক্তার নার্স বিজ্ঞানীরা
                      করোনা আতঙ্ক নয়
আবারও ছুটবে রেল, উড়বে বিমান
                       হবে সেই মানবেরই জয়।