আজকাল আকাশটা কেমন গুমোট
মেরে বসে আছে
সন্ধ্যায় কান পাতলে শঙ্খধ্বনি শোনা যায় না
কোত্থাও দূরে বা কাছে
চাঁদমামা বিষণ্ণ বদনে
আকাশে উঠে নীরবে
খেলার সাথী শিশুকে
হারিয়েছে সেই কবে
সময় গড়িয়ে যায়
ঘুম ভাঙার ব্যস্ততায়
বনসাই ধরেছে আমাদের
মন আর চেতনায়


স্তব্ধ দুপুরে শিমূল ফুলে
গন্ধ চলেছি খুঁজতে
অরণ্য ছেড়ে পথ ঘাট
ইট পাথরেতে
হৃদয়-ফুল গন্ধ ছড়ায় না
আঁতর মাখে গায়ে
সটান চলে না দেখে
ডানে বাঁয়ে


দুয়ারে দাঁড়িয়ে বিশ্বায়ন
প্রতিযোগিতার আসরে
নিয়ন আলোর অভিনয় চলে
ফুলশয্যার বাসরে
যক্ষপুরীতে আশাবরীর ছন্দ
বেজে উঠবে তবে
চেতনার নিভৃতে রক্তকরবী পড়ে
নন্দিনী আসবে যবে।