রোমান্স আঁকিতে পারি না বন্ধু
যত দেখি বার বার
তারকাঁটা শলাকায় জ্বলছে বিশ্বমন
দগ্ধ করে আমায় অনুক্ষণ।


চাদর ঢাকা অন্ধকার
মনে আসে বার বার
জুড়াবে এ জ্বালা
সেথাও বিদ্যুতের আলা।


প্রিয়তমার হৃদয় মাঝে রাখিতে এ ব্যথা  
বলতে যায় বেবাক্ নিঝুম কথা
বোঝে না সেও
চায় শরীরের গরম উষ্ণতা।


ক্যানভাসে মোনালিসা আঁকিতে আঁকিতে
দেখি যত বার
আমার দু'চোখের অশ্রু গড়িয়ে
ঝরছে তাঁর গাল বেয়ে।


আকাশের দিকে চেয়ে আছি বসে
ডাকছি চাতকটাকে
সে এসে একবার বলুক আকাশের কানে কানে
বৃষ্টি ঝরিয়ে শীতল করো পৃথিবীটাকে।
                    
                         *******