আয় রোদ্দুর সোনার ক্ষেতে
                            লুকোচুরি খেলি
সাতটি রঙ ছড়িয়ে দিবি
                      টানবো আমি তুলি।
সবুজ পাতার ঘাসের আগায়
                         শিশির বিন্দু পড়ে
হালকা বাতাস সোহাগ করে
                        হাসি মাথায় নড়ে।
দূর আকাশে নীলের তীরে
                      সাদা মেঘের ভেলা
এক পসলা বৃষ্টি এলে
                     আলো-ছায়ার খেলা।
শুঁকনো ধানের মাথার উপর
                         হলুদ রঙের আঁকা
উদরপুরা অন্নদাতার
                        আশীর্বাদের টীকা।
বেগনী শালিক ধান খুঁটে খায়
                         বাঁকা পথের ধারে
কমলা সাজে উদাস বাউল
                      গাইছে নদীর তীরে।


                          ×××××××××