তুমি আসবে বলে
নিথর বসে আছি দু'হাত তুলে
এখনো চোখে  আসেনি ঘুম
চাই মিটিমিটি তালে।


তুমি আসবে বলে
চেয়ে আছি বাতায়নে,
মিলেমিশে দুরন্ত ঘূর্ণি
বিক্ষিপ্ত টর্নেডোর সনে।


তুমি আসবে বলে
গাছের জীর্ণ পাতাগুলি যায়নি ঝড়ে
কুলায়ে বসে পাখিরা
ঠোঁট নাড়ে বারে বারে।


তুমি আসবে বলে
শিশুরা এখনো কাঁদে মায়ের কোলে
শুকনো স্তন মুখে দিয়ে
সান্ত্বনা দেয় রূপকথার গল্প বলে।


তুমি আসবে বলে
স্বপ্ন বাঁধে মনের করিডরে
জীবন চলে জীবনের খোঁজে
শত লাঞ্ছনা বুকে করে।
          
             ******