মহান বিজয় দিবসের কবিতাটি পাঠকদিগকে উপহারস্বরূপ দেওয়া হল ...

আমাদের বিজয়
-দীনেশ পিটার রেগো
- সিলভারস্প্রিং, মেরিল্যান্ড


বিজয় আসে বঙ্গে ষোলই ডিসেম্বরে।
সর্বশোক জেগে উঠে হৃদয়গহ্বরে।
লাখো জনগণ আসে
কেউ কাঁদে কেউ হাসে,
শোকের অশ্রুতে ভাসে
পুত্রশূন্যঘরে ।
এমনি দিনে বিজয়, আসে ঘরে ঘরে।

দৃষ্টিনন্দন দেশমাতা স্মৃতিতে ঘেরা।
বিশ্বের মানচিত্রমাঝে ঐতিহ্যে সেরা।
মুক্তিযুদ্ধে মুক্তি এলো
বন্দীদশা দূরে গেলো,
আপন ভূখণ্ড পেলো
বঙ্গসন্তানেরা ।
স্বনামধন্য স্বদেশ,স্বপ্নজালে ঘেরা।

আজ বিজয়গাথা দেশের গান গাই।
কতিপয় মুক্তিযোদ্ধা দেখতে না পাই।
স্বেচ্ছায় গিয়েছে তারা
কতজন প্রাণহারা,
পরিজন ছন্নছাড়া
ধনজন নাই ।
শোকরহিত বিজয় উৎসব চাই।

বুলেটের তাণ্ডবে ঝাঁঝরা বাড়ীঘর।
হারালো পুত্রকন্যা হারালো প্রিয়বর।
বাস্তুহারা বঙ্গবাসী
সদা ছিলো উপবাসী,
ঠোঁটে ফুটে নাই হাসি
শোকে জরজর !
যুদ্ধকালে বঙ্গ ছিলো রক্তসরোবর !

বহুত্যাগে বিজয় এলো এ বাংলাদেশে।
লাখোজন প্রাণ দিলো মাকে ভালবেসে।
তৈরী হলো ছাত্রগণ
মনে নিয়ে দৃঢ়পণ,
ট্রেনিং নিয়েছে তখন
মুক্তিসেনাবেশে ।
পরাস্ত হল শত্রু , বিজয় এলো শেষে।

নিরীহ মানুষ নির্বিচারে দিলো প্রাণ।
লাখো মা-বোন রক্ষিতে পারে নাই মান।
গৃহশত্রু ছিলো যারা
রাজাকার বদররা
আলশামস খোজারা
বিশ্ববেঈমান ।
গৃহশত্রু সেজে ওরা, নিলো লাখো প্রাণ!

যুদ্ধ হলো রণাঙ্গনে, যুদ্ধ পথে-ঘাটে।
ধ্বংস হলো বাস্তুভিটে, হত্যা মাঠে-বাটে।
রক্তের সে হোলিখেলা
কেবলি লাশের মেলা,
ভাই মরলো অবেলা
শোকে দিন কাটে !
খোকারা চলে গেলো, ফিরলো না এ বাটে!!

পতাকা উড়াই, জাতীয় সঙ্গীত গাই।
রক্তার্জিত পতাকাকে প্রণতি জানাই।
মহিমায় বুক ফুলে
সব শোক যাই ভুলে,
বসে জননীর কোলে
কিযে স্নেহ পাই !
বিশ্বখ্যাত বিজয়, কোথাও দেখি নাই।

একাত্তরে হয়েছিলো যে রক্তবর্ষণ।
সস্তা দরে দিলো যারা প্রাণবিসর্জন!
বাাঁধল মুক্তি লড়াই
বিড়ম্বনাতে জড়াই,
তারপর মুক্তি পাই
রক্তক্ষয়ী রণ!
বহুত্যাগের বদলে অর্জিত এ ধন।

আজ বিজয় এলো প্রিয়দেশের মাঝে।
তাই পুলকে মন বসে না কোন কাজে।
স্বপ্ন জমে আঁখিকোণে
হর্ষ জাগে প্রাণেমনে,
সাজে সবাই এক্ষণে
বিজয়ীর সাজে ।
মরব না আর পরাধীনতার লাজে।

বিজয় আসে নাই তড়িঘড়ি এ দেশে।
বিজয় আসে নাই উচ্ছলহাসি হেসে।
বিজয় বড় ব্যথার
বিজয় যে অধিকার,
বিজয় দিল নিস্তার
যুদ্ধ সর্বনেশে !
বিজয় এসেছে শহীদের রক্তে ভেসে!

সব বিলাপ সুপ্ত রাখি এ অনুষ্ঠানে।
দুঃখ-শোক আছে জানি, সবাকার প্রাণে!
ক্ষণতরে সব ভুলি
এসো করি কোলাকুলি,
উৎসব তুঙ্গে তুলি
সহযোগদানে ।
আনন্দ বিলাব আজি বিজয়-সম্মানে!!
জয়বাংলা...,জয় মুক্তিযোদ্ধা্‌...জয় লাল-সবুজ প্রিয় পতাকা...।।