প্রিয় পাঠকবর্গকে জানাচ্ছি শুভ বড়দিনের এবং আসন্ন নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা


আজ শুভ বড়দিন, ত্রাণপতির জন্মদিন,
রাখালগণ গাইছে গুণগান,
চারদিকে সাজ সজ্জা, তীব্র শীতে কাঁপে মজ্জা,
তবুও নাচে সবার মনো প্রাণ।
জরাজীর্ণ গোশালাতে, জন্মান যীশু মধ্যরাতে,
ঐশ ইচ্ছা পূরণ করার তরে,
ভালবাসারূপে যিনি, খ্রীষ্টরূপে এলেন তিনি ,
তিনি আছেন মানুষের অন্তরে।
দেখতে এলেন যাঁরা, তিন পণ্ডিত যে তাঁরা,
প্রণিপাত করেন যীশুর পায়,
যোসেফ মেরী সেস্থানে, জাতকের সন্নিধানে,
মগ্ন আছেন বিশেষ প্রার্থনায়।
যীশু পতিত পাবন, নমস্য ভক্তিভাজন,
তিনি বুঝেন সবার দুখ-ব্যথা,
প্রার্থনা করব আজ, ক্ষান্ত দিয়ে সব কাজ,
প্রকাশিবো মনের গোপন কথা।
এসো সংকীর্তন করি, সততার পথ ধরি,
কুপথ ছেড়ে সুপথ ধরি চলি,
ত্যাগ করি পাপাচার, আর যত ব্যভিচার,
মম দোষে প্রভু হন না যেন বলি।
মা মারীয়া ধন্যা নারী, পুরাঙ্গনা সুকুমারী,
তারি’ গর্ভে ঠাঁই নিয়েছেন খ্রীষ্ট,
মানুষের পাপাচার, নরহত্যা দুরাচার,
হরে নিতে এলেন সত্যনিষ্ঠ।
এসো সবে পূজি তাঁকে, পূজি তাঁর সততাকে,
তাঁর শিক্ষা নিয়ে সৎপথে থাকি,
ভয় না যেন করি আর, প্রভু মম কর্ণধার ,
এসো যীশু নাম প্রাণে গেঁথে রাখি।
হিংসাদ্বেষ ত্যাগ করি, প্রতিহিংসা পরিহরি,
খ্রীষ্টাদর্শে করি জীবন যাপন,
দুঃখীজনে ভালোবাসি, এসো নিষ্ঠুরতা নাশি,
পরকে করি লই, একান্ত আপন।
যীশুকে করি প্রণাম, হার্দিক শুভেচ্ছা দিলাম,
এসো বন্ধুগণ, খ্রিষ্টপ্রেমী হই,
তিনি পথ সত্য জীবন, তিনি সবার স্বজন,
আজীবন যেন তাঁরি’ সাথে রই।
শুভেচ্ছা জানাই ভাই, মনে দ্বিধা রাখি নাই,
খ্রীষ্টের মহিমা গাই সুরে মুখে,
মনের বিগত ব্যথা, মুছি সব আবিলতা,
কোলাকুলিতে জড়াই বুকে বুকে।
শপথ করি এবার, ধর্ষণ না করি আর ,
হত্যা করব না বৃথা শিশু কন্যা,
সহিংসতা ত্যাগ করি, শান্তির সোপান ধরি,
দেখতে চাই না বৃথা রক্তের বন্যা।।