এসো বন্ধু ভুলিব আজ গত বর্ষের মন্দ কাজ
ফেলি দিব ছিন্ন পাতার মত,
করি তবে সদাচরণ নবকে করিব বরণ
হাসি মুখে শির করিয়া নত।
সহস্র অপরাধ ভুলি হাতে লইব ফুল তুলি
নিজেরে পুণ্য করার বাসনা,
স্মরি প্রচ্ছন্ন পাপ যত অলক্ষ্যে করিয়াছি কত
পরমে করি আজ ক্ষমা প্রার্থনা ।
যত আছ বান্ধবজনা সকল ত্রুটি ধরিওনা
নববর্ষের এই শুভক্ষণে,
জড়ো হইয়া সবান্ধবে মাতিব নব উৎসবে
দ্বন্দ্ব বিরোধ রাখিবনা মনে।
অধিকতর মিথ্যাচার সবাই করি পরিহার
প্রতিহিংসাকে করিব বিদায়,
এই সংকল্প করি আজ ত্যজিয়া আসুরিক কাজ
মনুষ্য প্রেম করিব আদায়।
পুরাতনকে জানাই আজ শুভ বিদায়।।
অক্ষর বৃত্ত ৯+৯+১১+১৪ শেষটি