‘করোনাঘাতক’ এলো মহামারীরূপে
এ জগত দখল করল চুপে চুপে।
ভয়ঙ্কর ঘাতক ‘করোনাভাইরাস’
বিশ্ববাসীর জীবন করিছে বিনাশ!
দুশ্চিন্তায় প্রাণ কাঁপে থরথর ক’রে
লকডাউন করেছে ভিতরে সদরে।
অপচ্ছায়া পড়বে কার ‘পরে জানিনা
এই ঘাতককে আমরা কেউ চিনিনা।
স্রষ্টাকে বলি ত্বরিত চাই পরিত্রাণ
গ্রাহ্য কর প্রার্থনা, হে করুণানিধান।
আমরা ভক্ত পাপী, তাই ক্ষমাপ্রত্যাশী
চেয়ে দেখ প্রভু আজ আঁখিনীরে ভাসি!!
তোমার আছে শক্তি, হে পরম শক্তিধর
বিশ্ববাসীকে রক্ষা করো ওগো পরমেশ্বর।
বিশ্ববাসী আজ ঘোর সঙ্কটের মুখে
রাজা-প্রজা ধনী-দুস্থ কেউ নেই সুখে।
অভাবগ্রস্ত মানুষ, পেটে নেই অন্ন
সব কিছুর মূলে এ ‘করোনা’জঘন্য।
বাঁচতে চায় মানুষ আছে যার প্রাণ
তুমি বাঁচাও দয়াল, কর পরিত্রাণ।
নিরুপায় বিশ্ববাসী তব কৃপা চায়
তোমার কৃপা বিনা সবাই নিরুপায়।
এসো ভক্তগণ মিলে আরাধনা করি
ক্ষমা চাই তাঁর কাছে পাপ পরিহরি।
কর্ম হারিয়ে মানুষ হল অনাহারী
প্রাণসংহারে লিপ্ত ‘করোনামহামারী’।
ডাক্তার নার্স করিছে যুদ্ধ এর বিপক্ষে,
তারা যদি হয় ব্যর্থ, তবে নেই রক্ষে!
এসো ভাই হিংসা-বিদ্বেষ বর্জন করি
সৃষ্ট এ মহাযুদ্ধে সেবার অস্ত্র ধরি ।
এসো আমরা সকলে স্বাস্থ্যবিধি মানি
মনোযোগ দিয়ে এসো অজানাকে জানি।
ঈশ্বরের নাম জপি সদা অন্তরে-মুখে
সেই নাম সহায়ক সবার সর্ব দুঃখে।।