শীত গিয়ে বসন্ত এলো
            ষড়ঋতুর মাঝে
পাখীর ঠোঁটে ভৈরবী রাগ
             সকাল হতে সাঁঝে ।
নব বধূ পরেছে আজ
              বাসন্তি রঙ শাড়ী ;
নাইওর শেষে ঘোমটা মাথে
               চলছে শ্বশুর বাড়ী ।
আঁকা-বাঁকা মেঠো পথে
               চলছে মানুষজন ।
বসন্তের ফুলের ঘ্রাণে
               উদাস করে মন ।
চারদিকে মৌ মৌ রবে
                মুখর করে তুলে ,
এমন স্মৃতি এই জীবনে
                কেউ কখনও ভুলে ?
কৃষ্ণচূড়ার ডালে ডালে
                 আগুন লেগেছে ,
রকমারী ফুলে ফুলে
                 বঙ্গ সেজেছে ।
রূপবতী রানী মোদের
                 সোনার বাংলাদেশ ,
সারা অঙ্গ রূপে গড়া
                  নেইতো রুপের শেষ ।