এখানে নাই পদ্মা মেঘনা ইছামতির তীর,
এখানে নাই জ্বালা জুড়াবার বাতাস ঝিরঝির ।
এখানে দেখিনা পতি-পত্নীর নিখাদ ভালবাসা,
দেখিনা হেথা কোন বিরহীর মিলন সুখের আশা ।
এখানে দেখিনা পল্লী জননীর অথৈ আদর স্নেহ ;
পাইনা হেথা শোকে সান্ত্বনা দেবার মত কেহ ।
এখানে বাজেনা উদার মনে রাখালের বাঁশির সুর,
এখানে দেখিনা সেই মেঠো পথ চলেছে বহু দূর ।
এখানে কোথায় পল্লী বধুর ঘোমটায় ঢাকা মুখ,
পাইনা এখানে পল্লী জননীর পানতা ভাতে সুখ।
ভেসে আসেনা পিঠা পুলির সেই পাগল করা ঘ্রাণ,
পৌষ মেলাতে ঘুরতে যেতে কেঁদে মরে আজ প্রাণ ।
ষড় ঋতুর দেশ আমাদের নয়নাভিরাম দৃশ্য,
প্রতিটি ঋতু, নবীন রঙে, সাজায় নবীন বিশ্ব ।
মধুপের দল ঝাঁক বেঁধে যায় মধু চয়নের তরে,
ফুলের মধু আহরণ করে ফিরে আসে আপন ঘরে ।
বাঊল কবিরা সগৌরবে বিরাজে বঙ্গ নীড়ে,
সত্য তত্ত্ব গেয়ে বুঝায় হাজার শ্রোতার ভীড়ে ।
মার্কিনীদের মানবতা বোধ, রয়েছে সুষম নীতি,
সবার তরে সমান বিচার, নেই কো স্বজন প্রীতি ।
অ্যামেরিকার যুক্তরাষ্ট্রে রয়েছে আইনের শাসন,
এখানে শুনিনা নেতা-কর্মীদের মিথ্যে রসালো ভাষণ ।
এমনি রয়েছে কত পার্থক্য মার্কিন বাংলার মাঝে,
রেখে দেই আজ সকল ব্যাখ্যা চলি আপন কাজে ।
শেষ করি সব কাব্য কথা এখানেই টানি ইতি,
সবার প্রতি রইল আমার, মমতা-মাখা প্রীতি ।


Dinesh Peter Rego/ Silver Spring/Maryland