শোন নিলাঞ্জনা ............
সেদিন  অনীতাদের ঘরে খাটের কোণে বসে ...
নথ নেড়ে নেড়ে বলছিলে “আমি তোমাকে চাই ; ...
আমি তোমার পাশে দাঁড়িয়ে শুনছিলাম ... আর
চেয়ে চেয়ে তোমাকে দেখছিলাম নিষ্পলক চোখে ...
সত্যি, তুমি আমার দৃষ্টির সীমানায় অপূর্ব সুন্দরী ... !
তারপর ... তোমার আর কোন দেখা মিলেনি,
মিলেনি তোমার কোন চিরকুটও, ... সহসা তুমি সাহস
হারিয়ে কেন নিরাশায় ভুগছিলে? তা বলতো শুনি, ...
যদি কিছু লাভ করতে হয়, তবে তার জন্যে কৃচ্ছ্র সাধন
করতে হয়,... তুমি কিনা এতই ভীরু ...?
এতই কি তোমার সংকোচ ...?
তোমার সেই সাদামাটা চিরকুটে তেমন কিছুই তো
উল্লেখ ছিলনা ; ছিল শুধু একটু কাঁপা কাঁপা ভীরু উচ্ছ্বাস মাত্র !
হৃদয়ে প্রেমের বাসস্থান বটে, কিন্তু তাকে নিয়মিত
পরিচর্যা করতে হয় ... তা না হলে হৃদয়ের অনুরাগের
পরাগ রেণুগুলো বিশুষ্ক হয়ে উবে যায় ...
সেদিন, তোমার শুকনো মুখখানি দেখে আমার
হৃদয় মন নিশ্চুপে ডুকরে কেঁদে উঠছিল বারবার ...।
শেষটায়, কিয়দ্দুর এগুতে গিয়ে সাহস হারিয়ে ফেলি...,
নিশ্চেষ্ট হয়ে পড়ি ঠিক তোমার মতই ...!
আমি ভাল করে জানি ...তুমি আজও আমাকে চাও ...
আর আমিও তা-ই ! একেকবার তোমাকে ঘিরে অনেক
রঙিন আবেগ এসে জড়ো হয় আমার হৃদি’ কাননে, ...
মধুপের মত এসে গুঞ্জরণ করতে থাকে, কিন্তু
আমারা উভয়েই কিংকর্তব্য বিমূঢ় ...?
সেই হারানো সুর আজ অবধি বাজে ...প্রাণের
নিলয়ে অতীব করুণ সুরে ... !
এ জীবনে ইচ্ছানুসারে সবকিছু পাওয়া হয় না,
অনেক কিছুই প্রাপ্তির বাইরে থেকে যায় ...
কিন্তু, আজও সেই প্রেমের প্রত্যাশা জাগ্রত, বিরাজিত...
হৃদয়াঙ্গনে, তোমার ... আমার, দুজনেরই ...!!