কালো মেঘ আকাশ জুড়ে,
দিনের আলো আঁধার করে,
শীতল বায়ু প্রবল বহে
বৃষ্টি্ এলো মুষলধারে ।


শ্যাম বনানী সিক্ত হ’ল,
পথের মাটি কাদা হ’ল,
কৃষক পেলো সুখের দিশা
আউশের ক্ষেত জীবন পেলো ।


রিমঝিমিয়ে বর্ষা ঝরে,
ডোবা-পুকুর জলে ভরে,
গোধূলি বেলায় ননদ-বধূ
গল্পের আসর বসায় জুড়ে।


মরমী সুর বাজে কানে,
ডাহুক কাঁদে বাঁশ বাগানে,
ছানাগুলিরে ভাসিয়ে নিলো
বাদলাদিনে আষাঢ় বানে ।


গাভী সকল হাম্বা ডাকে,
ক্ষুধার জ্বালায় কান্না হাঁকে,
দুষ্টু রাখাল ধূমপানে আজ
আরাম পোহায় বৃষ্টি ফাঁকে ।


সখে মাতাল দামাল ছেলে,
ভাসায় ভেলা নবীন জলে,
পাড়ার ছেলে সবাই মিলে
ভেলায় চড়ে দলে দলে ।


মেঘ মেদুর এমন দিনে,
আবেগ জাগে কবির মনে,
ভাবের আখিঁ খুলে কবি
ক্যাব্য রচে আপন ধ্যানে ।