কতো দিন ঘুমাইনি তোমার কোলে মাথা রেখে
ওগো বঙ্গমাতা, সরলা, সর্বসহা;……
ঘুম পাড়ানী গান সে আজ গায় কোন পল্লী জননী
চৈত্রের অলস দুপুরে;……
গ্রীষ্মের দুপুরে হয় না-মাখা আমের সালতো
সবুজ ঝাল, কাসন্দ আর গুড়ের মিশ্রণে কোনো
স্নেহময়ীর হাতে……।
জ্যৈষ্ঠের প্রত্যুষে আম কুড়াবার ধুম পড়ে আজ
কোথায়, কোন্ বাগে…?
হেমন্তে স্বর্ণালী শস্যসুখে কৃষাণের কণ্ঠে উচ্ছ্বসিত
জারিগান তেমনি ধ্বনিত হয় কি আজ গাঁয়ের
কোনো গৃহস্থাঙ্গনে…?
রকমারি পিঠাপুলি, খেজুর রস জোটে না ভাগ্যে
শীত মৌসুমে…।
হায়রে দারুণ প্রাবাস,…বঞ্চনার নিবাস,
এ যে বিস্মরণের নিষ্ঠুর বন্দিদশা;…জীবন-যাপন        
অনেকটা কয়েদির মতন…।
জয় ডঙ্কা বাজিয়ে এখানে আসেনা বর্ষা
নিদারুণ, নীরস, রুক্ষ মরু প্রান্তরে,…
গায় না পূরবী রাগে দোয়েল-কোয়েল
আপন মনে দরদী-মরমী গান, তবে এখানে
তারা অবিদ্যমান…।
কোথায় সে আষাঢ়ের ঝিল্লিমুখর রাত…!
ভুলি নাই সেই জোনাকির ঝিকিমিকি আলোর
ফোয়ারা ঘন ঘোর সাঁঝে…।
হায়রে রূপসী বাংলা,…তোমার বুকে-কোলে
দুরন্ত শৈশবে কাদা মাখামাখি, দুর্বার জলকেলি,
কতো যে নীরবে সয়েছ তুমি আমার উদ্দাম
স্নেহ জ্বালাতন…ধৈর্যশীলা শান্ত জননীর মতন…।
সেই মধুর শৈশব আসবে কি ফিরে কখনও
কোনোদিন,…কস্মিনকালে??