ভালোবাসা প্রেম প্রীতি পিয়ার অনুরাগ মহব্বত প্রণয় ;
এই শব্দ সমূহের অর্থ সমার্থক, কোন ভিন্ন নয় ।
ভালোবাসার ক্ষয় নাই কভু, দেখ নয়ন মেলে,
ভালোবাসা তো ফেলনা নয় যে, পথে দিবে ফেলে ।
ভালোবাসা এমন জিনিষ হৃদয়ে যার স্থান,
ভালোবাসা জীবন পুঁজি, ভালোবাসাই প্রাণ ।
ভালোবাসার সারমর্ম কী পতি-পত্নি সৃজন ?
ভালোবাসাই বিকাশ করে সুপ্ত থাকা যৌবন ।
ধনি বলছে আমি কি-না জোনাকির আলোর মত,
যদি আমায় সাধন কর, সেই সাধন হোক ব্রত ।
অন্তরালে হৃদয় মাঝে আছে গোপন প্রীতি,
বেঁচে থাকি এই বসুধায়, নিয়ে প্রেমের স্মৃতি ।
বোবা হ’য়ে আছো তুমি, জানি কিসের দায়
আমি আছি চুপিসারে প্রেমের আঙ্গিনায় ।
সেখান থেকে কভু আমি সরতে নারি আর
প্রেম বিলাসে আনাগোনা, প্রেম হবে কী সার ?
চিত্ত আমার প্রেমের নৃত্যে মত্ত সারাক্ষণ,
প্রেমকে শুধুই বিত্ত ভেবে ছুটছে ধেয়ে মন ।
সৃষ্টি থেকেই মানব মানবী পরস্পরের জন্য,
সৃষ্টির ধর্ম নারী-পুরুষ মিলনে হয় ধন্য ।
কামের ফলে সকল জীবের বংশ বৃদ্ধি হয়
এই বিষয়টি সবার জানা, কোন মিথ্যা নয় ।
কাম বড় কী প্রেম বড়, এই প্রশ্নটি শক্ত ;
কামের গন্ধে প্রেমের সৃষ্টি, সবাই কামের ভক্ত ।