বিজয় তুমি
লাখো শহীদের চাপা কান্নার অস্ফুট ধ্বনি ,
বিজয় তুমি
মুক্তিযোদ্ধার মায়ের চোখের করুণ চাহনী !
বিজয় তুমি
শোকের মাঝেও রাজপথে, জনতার উল্লাস
বিজয় তুমি
এক মুঠো ভাত, আর মোটা কাপড়ের আশ্বাস ।
বিজয় তুমি
শহীদের রক্তরঙ্গীন রাজপথ, চির অম্লান ,
বিজয় তুমি
কাঁচা-পাকা খেজুর রসের, মিষ্টি মধুর ঘ্রাণ ।  
বিজয় তুমি
পাক-নরপিশাচের আসুরিক হুঙ্কার ,
বিজয় তুমি
লাখো মা বোনের ত্রাহি ত্রাহি চিৎকার !
বিজয় তুমি
পদ্মার বুকে, সুখী মাঝির ভাটিয়ালী গান ,
বিজয় তুমি
খোকা ফিরে আসার পথে, মায়ের আন্‌চান্ !
বিজয় তুমি
কৃষাণের কণ্ঠে নবান্নের মধুর গীতি
বিজয় তুমি
ভাইয়ের প্রতি বোনের অকৃপণ প্রীতি !
বিজয় তুমি
খোকার জন্য বাবার সবিনয় মঙ্গল প্রার্থনা ,
বিজয় তুমি
বঙ্গবাসীর স্বাধীকার লাভের ভক্তি আরাধনা ।
বিজয় তুমি
বাঙ্গালী জাতির মাতৃ ভাষার মুক্তি-কামনা ,
বিজয় তুমি
লাল-সবুজ পতাকা সৃষ্টির স্বপ্নীল বাসনা ।
বিজয় তুমি
মহান নেতার বজ্র কণ্ঠের উচ্চ ধ্বনি
বিজয় তুমি
বঙ্গজনতার মায়া-মমতার অথৈ খনি ।
বিজয় তুমি
প্রেমিক-প্রেমিকার অভয় অভিসার জানি
বিজয় তুমি
ষোল কোটি বাঙ্গালীকে শোনাও শান্তির বাণী ।
বিজয় তুমি
মহান বিজয় দিবস, ষোলই ডিসেম্বর;
বিজয় তুমি
একাত্তরের সেই শুভ বিজয়ের মহাড়ম্বর !
বিজয় তুমি
কবিগুরুর সোনার বাংলা সঙ্গীত বারবার ,
বিজয় তুমি
নজরুলের রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।
বিজয় তুমি
হ’য়োনা কারো আশা ভঙ্গের মূখ্য কারণ ,
বিজয় তুমি
উচ্ছৃঙ্খলদের করনা কেন তীক্ষ্ণ বারণ ?
বিজয় তুমি
আমাদের সুখ-শান্তি ফিরিয়ে দিবেনা আর ?
বিজয় তুমি
দিওনাকো আর যথাতথা রক্ত ঝরাবার !!
বিজয় তুমি
বাংলার সাহসী ছেলেদের গেরিলার ঘাঁটি ,  
বিজয় তুমি
বিশ্বমায়ের আঁচল পাতা বাংলার মাটি ।
বিজয় তুমি
এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ ,
বিজয় তুমি
মুছে দাও আজ শত দুঃখ-শোকের ক্লেশ ।  
বিজয় দিবসে এই শপথ হোক, সহিংসতা বন্ধ ,
লজ্জিত হও বঙ্গবাসী, ত্যাগ কর দ্বিধা-দ্বন্দ্ব !!