প্রেম কি হাটে মাঠে ঘাটে মিলে গো সেই
সুরসিক প্রেমিক বিনে ?
প্রেম এক দিনে নয় ধীরে ধীরে ফলপ্রসূ
হয় নিশি দিনে ।
দাস্য শান্ত নিষ্কাম প্রেম ফলময় হয়,
দৈহিক প্রেম ধনে-মানে,
আত্মাতে আত্মা রেখে , যে সাধে প্রেম ধৈর্য ধরে,
থামে না প্রেম কোনখানে ।
পুস্প রাগে, সুখ সোহাগে চির জাগরূক,
প্রেম পূর্ণ হয় জীবের যৌবন,
প্রেম সবার কল্প তরু, তনু মন থাকে না মরু ,
প্রেমে ধন্য জীবের জীবন ।
চণ্ডিদাশ রজকিনী যারা প্রেমের চূড়ামণি ,
প্রেম সাধনে জাতি গোত্র নাই ,
কালো ধলো একই মানুষ রক্তে গড়া রঙ্গিন ফানুস
বাস করি এক ঠাঁই।
একই নদীর ঘোলা জলে ,স্নান করি সব দলে দলে
দ্বিধা-দ্বন্দ্ব করি পরিহার ,
প্রেম আসে স্বর্গ হতে মিথ্যা নয় তা কোন মতে
প্রেমে আছে সবার অধিকার ,
জগৎ নয় কেনা বিত্ত, এ যে সৃষ্টির ধন,
কত রূপে সাজানো ভুবন ,
দম্ভ করি বৃথাই কেবল, আমার আমার অবিরল ,
স্বীয় মানুষ ভাবি যারে সে নহে স্বজন ।
মনুষ্য প্রেমে শান্তি আসে, আবার কত দুঃখ আসে
দুইটি প্রাণের মাঝে ,
প্রেম বিরাজে সকল প্রাণে , দৃশ্য অদৃশ্য স্থানে ,
বিরাজে প্রেম গরীবে আর রাজে ।
চন্দ্র সূর্য গ্রহ তারা আলো জ্বেলে দিল যারা
দিন ও রাত্রি এদের অবদান ,
এমনিরূপে সকল সৃষ্টি, ভালোবাসাই বিশ্ব কৃষ্টি ,
এই বসুধা ভালোবাসার স্থান ।
প্রেম-প্রীতিহীন স্থান , অনুরাগ রহিত প্রাণ-
মাকাল ফলের মত ,
কঠিনতা শিথিল করে , অসাধ্যকে সাধ্য করে
প্রেমের কাছে বৈরিতা হয় নত ।
যারে আমি ভালবাসি সে হল ঘোর প্রবাসী
দিবানিশি যার অপেক্ষায় থাকি ;
আসবে বলে ফাগুন মাসে , দিন যাপি তারি আশে
কবে আসবে প্রাণো সখা আর কতদিন বাকী ?
আমার প্রেমের এমনি ধারা , সদা হিয়া পাগলপারা ,
সাথীরে খুঁজে অহরহ ;
শিরায় শিরায় অনুভূতি, জাগায় প্রেমের প্রতিশ্রুতি ,
কাঁদে পরাণ , যদি আসে নিঠুর বিরহ !!