কাননে ফুটলো কুসুম
গাছের ঘিঞ্জি ডালে ,  
মলয় বহে ফুলের বাস
সুখ বসন্ত কালে ।
বনে বনে মধুকরের
এতই আনাগোনা ,
মধু খেয়ে পূরণ করে  
মনের বাসনা ।
কোকিল ললিতে গায়
সুমধুর তান ,
আবেগে প্লাবিত হয়
সকলের প্রাণ ।
চামেলী কামিনী ফুল  
ঝরে অনিবার ,
বালিকারা মালা গাঁথে
কারে পরাবার ?
এলগনে গ্রামবাসী
বেড়ায় একসাথে ,
পুলকিত শিশুগণ
কোলাহলে মাতে ।
পথিক চলে গেঁয়ো পথে
আনমনা মনে ,
অতীতের স্মৃতিগুলো
ভাবে এইক্ষণে ।
কুলবধূ সুযোগ খুঁজে  
মিলতে সাথীর সাথে ,
অগণিত কথার মালা
আপন মনে গাঁথে ।
কিশোরীর তরুণীর মন
ভরে অনুরাগে
ঘরনী হবার সাধ ,
কার মনে না জাগে ?
বিরহিণী ঝুরে মরে
বিরহিত মনে ,
সাথীরে কেমনে পায়
এই মধুক্ষণে !!
কবি মগন কাব্যরসে
ভাবের সরোবরে ,
বসন্তের রূপ মাধুরী
কাব্য দিয়ে ভরে ।