আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ
     উন্নয়নের নবীন সাজে নিত্য সাজে বেশ।
     দেশের কায়া বদলে যাচ্ছে কথা মিথ্যে নয়    
     বিলঝিল আজ বিলুপ্তপ্রায় সারা মুল্লুকময়।    
  
     লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে জাতি  
     শত্রুমুক্ত হয় নি এ দেশ এমনি রাতারাতি।  
     কিশোর-যুবা ঝাঁপিয়ে প’ড়ে যুদ্ধে হলো যুক্ত    
     বুকের রক্ত বিলিয়ে দিয়ে দেশকে করলো মুক্ত।  


     এসো ওভাই, শপথ করি দেশকে ভালো রাখি
     কৃষক শ্রমিক কামার কুমোর এক কাতারে থাকি।
     দেশমাতাকে বলছি ওমা- ভালোবাসি তোকে  
     ভেসো না মা নয়ন জলে শহীদ ছেলের শোকে!  


     পণ করি আজ প্রাণেমনে-গড়বো সোনার দেশ  
     এসো করি ঘরে বাইরে সুখের সমাবেশ।  
     আমার প্রিয় মাতৃভূমি তোমার বুকেই আছি,  
     তোমার আদর-স্নেহে আমি হেসে খেলে বাঁচি।  
  
     চাই না তোমার দরিদ্র বেশ ঠোঁটে মলিন হাসি,  
     চাই না তোমার পুত্রশোকে ঝরুক অশ্রুরাশি!    
     ভুলে যাও মা শোকের ব্যথা শান্ত করো মন
     আমি তোমার মুক্তা-মানিক নাড়ীছেঁড়া ধন।