অমর একুশের ফেব্রুয়ারির জন্যে কবিতাটি রচিত হয়েছে, আশা করি সবার কবিতাটি পাঠ করে ভালো লাগবে । ধন্যবাদ


রক্ত রঙিন একুশে ফেব্রুয়ারি
-দীনেশ পিটার রেগো
-সিল্ভারস্প্রিং মেরিল্যান্ড


একুশ আমার দিক নির্ধারক,প্রাণের বন্ধুবর,
একুশ লাখো নিবেদিত প্রাণের রক্ত সরোবর !
একুশ ধ্বংসের দুর্বার ঝড়,বীর শহীদের লাশ!
একুশ বাহারি ফুলের ঘ্রাণ,সুখ বসন্তের মাস।
একুশ রক্তের রাজ পথ,সালাম বরকতের প্রাণ!
একুশ আমার ভাষার দাবি,রফিক জব্বারের মান।
একুশ এনেছে স্মৃতি সৌধে শতরূপা তাজা ফুল
একুশ ভেঙেছে পাকি-প্রভুদের মিছে আশার ভুল।
লাখো শহীদ আজ ঘুমায় কবরে সুখ বঞ্চিত যারা
দেখেনি নবীন স্বাধীন বাংলা,দেখেনি পতাকা তারা!
গণহত্যার বিচার হলনা,আজো মরি সেই শোকে
লাখো শহীদের চাপা কান্না,অবিরাম বাজে বুকে !!
একুশ হতে মার্চ পেরিয়ে,ষোল ডিসেম্বরে গিয়ে
নদীগুলো সব পূর্ণ করেছিলো,শহীদের রক্ত দিয়ে !!
নির্বিচারে প্রাণ দিয়েছিল আপন ভূমির তরে,
পুত্র বিয়োগে পিতা মাতারা অঝরে কেঁদে মরে !!
আন্তর্জাতিক আদালতে আমি,বিচার দাবি করি
নিয়ে এসো সব ঘাতক-ধর্ষক, কঠোর হস্তে ধরি!
শহীদের রক্ত বৃথা যাবেনা,এইতো শপথ ছিলো;
তাই তো সকল মুক্তিকামীরা অস্ত্র হাতে নিলো।
ভাষা সংগ্রামের সূচনা-বান্ধব,একুশে ফেব্রুয়ারি,
রক্ত রঙিন শোক বিধুর দিন,কভুনা ভুলতে পারি!
মহান একুশকে ঠাঁই দেবো সদা হৃদয়য়ের কুটিরে
কভু না যেন ভুলি একুশকে,অবলিলায় অচিরে।
সহস্র সালাম রইলো আমার,লাখো শহীদের কাছে,
শহীদের রক্তে লেখা ইতিহাস অম্লান হয়ে আছে !
বছর ঘুরে নিয়ম মত একুশে ফেব্রুয়ারি আসে
তাইতো সকল শহীদ স্বজন নয়ন জলে ভাসে !
মা বাবা ভাই বোন কাঁদে স্বজন বিয়োগ ব্যথায়
হারিয়ে গেছে সুজন খোকা,ঘুমিয়ে আছে কোথায় !!
এই রোদন থামবে না কো জীবন আছে যত দিন
বাজবে ব্যথা মায়ের বুকে,বাজবে শোকের বীণ !!
একুশ জাগিয়েছে স্বপ্নভরা সকল বাঙালির আশা
একুশ করেছে বংলা ভাষাকে,আন্তর্জাতিক মাতৃ ভাষা ।
রক্ত রঙিন একুশে ফেব্রুয়ারি,তুমি অতি আপন
তোমায় জানাই অভিনন্দন,শুভেচ্ছা করি জ্ঞাপন।।