তুষার পতন চলছে আজি সারা দিনমান ধরি,
তাই তো শীতের এত দাপট কি যে উপায় করি!
নিরুপায় পাখীগুলি সব সহসা হয়েছে উধাও,
কোথায় ওরা ঠাঁই নিল গিয়ে জানা হলোনা তাও।
তুলার মতন তুষাররাশি অবিরাম পড়ছে
ছাতা মাথায় মানুষ জন হেঁটে পথ ধরছে।
ছোট-বড় গাড়ীগুলি সব তুষারে ঢেকে আছে
খণ্ড খণ্ড তুলা যেমন ঝুলছে সকল গাছে।
ঘাসগুলি আর বাঁচবে না কো এমন তুষারপাতে !
বাঁচবে না আর শ্যাম বনানী কঠোর হিমেল বাতে !
আকাশ হতে পড়ছে তুষার অবাধ বরিষণ
বসেনা তাই কো কোনখানে আমার চপল মন।
অজানা এই স্বপ্নপুরে ঠাঁই নিয়েছি সবে
কি লেখা আছে সবার ভাগ্যে, কি জানি কি হবে ?
জীবিকার ঘোর তাগিদে গিয়েছি শত দ্বারে
পাইনি কারো সহয়তা মোদের উপকারে !!
এখানে মানুষ আছে, হৃদয়হীন শত শত,
আশার ফাঁদে ফেলে তারা, প্রতারণায় রত।
কটু কথাও বলতে কারো ঠোঁট কাঁপেনা মোটে
কথার দ্বারা আঘাত হানে,সব যোগাযোগ টুটে।
প্রতারিত হতেছিনু বটে কতিপয়জনের দ্বারা,
উপহাসের শিকার হয়ে পাইনি কারো সাড়া ।
বেকারত্ব বড় দুর্যোগ ছিল, মোদের জীবন ঘিরে
কর্ম সংস্থান পেয়ে আবার আলোতে গিয়েছি ফিরে।
মুখ ফিরায়ে রয়েছে কত আমাদের বঙ্গবাসী
আমাদেরে ঘিরে সদরে-ভিতরে করেছে হাসাহাসি।
কথায় কথায় মনের ব্যথা, ব্যক্ত করলাম কিছু
চেনা-অচেনা শত্রু ছিল আমাদের সবার পিছু।
অতীতের ব্যথা নাড়া দেয় মনে অগ্নিগিরির মত,
অমঙ্গলকারী দলটি ছিল সক্রিয় অবিরত।
ঘরের শত্রু বিভীষণরূপে ষড় করেছিল যে
হৃদয়পটে বিষ ফোঁড়ারুপে চিহ্নিত থাকবে সে।
সকল দুর্যোগ উপেক্ষা করি চলছি সুমুখ পানে
বিষাদ ঘুচায় পরম স্রষ্টা, অপার করুণা দানে।।