শীতের আমেজ হারিয়ে দেশে
ঋতু রাজের আসা,
এই লগনেও বুজোনি  কি?
আমার প্রেমের ভাষা।


হয়তো আমি ব্যর্থ প্রেমিক
বুজোনি তাই মন,
ঠিক চিনেছে প্রকৃতি মোর
চেয়ে দেখো বন।


মনটা ওদের ভীষণ রঙিন
আমার মনের মতো।
মিছে কথা নয়তো এটা
মিলবে প্রমাণ শত।


প্রকৃতি তার তুলির আঁচড়
দিছে বনের গায়,
রক্ত জবার মতো রঙিন
কৃষ্ণচূড়া হায়!


পলাশ,শিমুল কানে কানে
বলছে আবার এসে,
আমায় নিয়ে যাও রে মাঝি
তোমার প্রেমের দেশে।


এখনো কি বলবে আমায়
ব্যর্থ আমার প্রেম,
জলদি আসো মিস করিবে
ভালোবাসার ট্রেন।