ভোজনে  ওজন  বারে
অলসতায় বারে ঘুম,
লেখাপড়ায় মন না দিলে
মস্তিষ্কে  ধরে  ঘুন,,


বই  পড়িলে  জ্ঞান  বারে
হিংসায় বারে নিন্দা,
নুন আনতে পান্তা ফুরায়
গরীবের এখন চিন্তা,,


প্রেমে বারে ঘোরা ঘুরি
মজায় কাটে দিন,
সাপুরিয়া সাপ ধরিতে
বাজায় কত বিন,,


ব্যাবসায়ির  চিন্তা  ধারা
মুনাফা কেমনে বারে,
বাজার  সিন্ডিকেট করে
ক্রেতার পকেট মারে,,


টেনশনে  অসুখ  বারে
ঔষধ লাগে খাওয়া,
জীবনের  চক্রে  আজ
যায়না কিছু পাওয়া,,


কাজ  কর্ম  না  থাকিলে
অভাব শুধু বারে,
কারো কিছু চাইতে গেলে
পরে আসেন বলে,,


দিন  গেলেই  বয়স  বারে
সবাই  হচ্ছি  বুড়া,
তাইতো এখন হঠাৎ করে
মেজাজটা হয় চরা,,


ইবাদতে আমল বারে
ধর্মে গলে মন,
সৃষ্টি কর্তার সকল দৃষ্টি
আছে সর্বক্ষণ।।