সেনা, নৌ, বিমান কিংবা
পুলিশ, বিজিবি, আনসার,
দেশের তরে যোগ দিয়েছি মোরা
নয় ভেদাভেদ লক্ষের।


অনেক কষ্টের প্রশিক্ষণ শেষে
যোগ দিয়েছি মূল কর্মে,
তাইতো আমরা ভুলে গেছি সেই
প্রশিক্ষণে দেয়া কষ্টের।


মা কিংবা মাতৃভূমির সম্মান সে-তো উর্ধে,
বিধাতার দেয়া এই নেয়ামতের
কদরটাও করি  ক্ষণে ক্ষণে।


পরিবারকে দূর-অদূরে রেখে যাই মোরা কর্মে,
সাক্ষাতে আবার দেরি হলেও
যোগাযোগ থাকে দিনে বা রাতে।
তবে, আমাদের শত সহস্র কষ্ট হলেও
হাসি খুশিতে রাখি প্রিয়জনকে।


দিনে রাতে ডিউটি করি আমরা
দেশ রক্ষা বা জনগণের স্বার্থে,
কষ্ট হলেও মুখ বন্ধ করে
কষ্ট লুকাই বোবা অন্তরে।


লাল সবুজের পতাকার তরে
আছে যত প্রাণ,
তাদের স্বর্থে কাজ করে যাই
আমরা সবাই অতন্দ্র প্রহরী,
সেনা-নৌ-বিমান কিংবা
পুলিশ-বিজিবি-আনসার।