কবিতা গুচ্ছমূল আজ নিশ্চুপ,
এখন আর ভেষে উঠে না হৃদয়ের পাতায়।
কলমের কালি এখন থমকে গেছে,
কারন হৃদয় মন্দির তালাবদ্ধ।


কাগজের পাতাগুলো মলিন হয়ে
ডাইরীর খোলশে আবদ্ধ।
হৃদয়ের কথা সব অশ্রু ভেজা
তাই, তক তকে আবৃত।
লেখা হয় না কবিতা আর
রাত্রি নিঝুম গভীরে।


হৃদ মাঝারে রক্ত ক্ষরন হয়
এ সু-বিশাল আলোকিত ধরায়,
তাই লিখা হয় না কবিতা।
ডয়রীর পাতাগুলো হয়েছে
শুকনো কাঠালের মুড় মুড়ে পাতা।


হৃদ স্পন্দন গুলো ছন্দ ছাড়া
নিশ্চুপ বাজে এ মন্দিরে।
তাই লিখা হয় না কবিতা আর
আনমনে নিঝুম রাতের গভীরে।