প্রিয় স্বদেশ আমার অহংকার
চিতা রং যুক্ত ইউনিফর্ম আমার অলংকার,
ম্যাগাজিন ভর্তি বুলেট আর অস্ত্র আমার শক্তি
তখন আমার ভাষা খুবই কঠিন।।


আমার মাথায় লাল সবুজের টুপি
কাঁধে অস্ত্র আর আমার ঝুলি,
আমি অনেক কষ্ট সহ্য করেছি
পরে গড়ে উঠেছি স্বদেশের যোদ্ধা।।


আমি মরণকে কখনোই করিনা ভয়
আসুক যত বুলেট বৃষ্টি আর শত্রুর ঢল।
কারন আমি এক প্রশিক্ষিত যোদ্ধা
আমি প্রতিজ্ঞাবদ্ধ স্বদেশে,
শত্রু মুক্ত করার অঙ্গীকারে।


আমি দূর্জয়, আমি নির্ভীক,
সবার অগ্রে আমি নির্ভয়ে করি যাত্রা,
আমি যুদ্ধ করি সাম্মের খুঁজে
কখনোই গ্রহন করি না পরাজয়।।


আমি বায়ান্ন আর একাত্তর,
আমি প্রশিক্ষিত এক প্রতিঘাতী,
আমি যোদ্ধা সদা প্রস্তুত
আমি মরণ ব্যাধী সদা শত্রুর।।


আমি শান্তি রক্ষী পুরু বিশ্বের
মান রক্ষা করে জান দিয়ে দেই অকাতরে।
আমি লাল-সবুজ,  আমি মমতাময়ী
আবার ক্ষিপ্র সেনা ভেদে কর্মে।


আমি সৈনিক  আমি যুদ্ধ জয়ী
আমি ক্লান্তিহীন এই বিশ্ব সেবায়।
আমি গর্বিত আমি যোদ্ধা
আমি বিশ্ব প্রহরী হয়ে বাংলার।


আমি গর্বিত আমি সৈনিক
আমি ধারালো হাতিয়ার প্রিয় বাংলার,
আমি যোদ্ধা দিবা রাত্রির
আমি যোদ্ধা প্রিয় বাংলার।