আয়রে নবীন,আয়রে প্রবীণ
আয়রে মোদের ছাত্রদল,
আজ গরীবের মূখে হাসি ফুটাবো
মুছে দেব চোখের জল |


ধনী-গরিব,উঁচু-নীচু,
ভুলে যাব সব কিছু |
হিংসা-বিদ্বেষ ভেদাভেদ,
করব না আর মিছুমিছু|


অত্যাচার আর নীপিড়ন,
বন্ধ করব সর্বজন |
করবো না আর অবহেলা,
আমরা যাঁরা মহাজন |


সুখে-দুঃখে,বিপদে-আপদে,
পাশে থাকবো পদে পদে |
ফকির-মিসকিন,ইয়াতিম যত,
মিশবো তাদের কাধে কাধে|


ক্ষুদার্তদের খাদ্য দেব,
করবো তাদের দান |
কষ্ট যতই হোক না মোদের,
বাঁচাবই তাদের প্রাণ |