হইতো আমি বেঁচে যাব, আগের দিন ফিরে পাবো ,
পাবো কী তারে? বসতি হয়েছে যার আকাশগঙ্গা পারে,
আশার আলোর প্রকটে নৌকৌ আসিবে তটে,
সহস্র মানুষ অপেক্ষায় নদী পারাপারে, আহা রে!


এ কেমন খেলা নিয়তির কি অদ্ভুত লীলা ধরহরে,
ভগবান আজ বন্দী মসজিদে মন্দিরে ।
মাতৃ বক্ষ পাষান ,পিতার জীবনাবসান,পুত্র ব্যর্থ দেহসৎকারে,
আপনজন আজ নহে আপনরে।


ক্লান্ত পৃথিবীতে আজও তিক্ত বাতাসের নয়কো বিরাম,
আসছে তুমুল ঝড় করে উবড় খাবড় হরিছে শত শত প্রান,
নাই নাই নাই চেষ্টা বৃথায় নেই কোন উপায় ,
পক্ষী নীড় বিহীন,শিশু মাতৃহীন সকলেই ঈশ্বরের ভরসায়।


এ কেমন জীবন হেন নয়কো স্পন্দন তবু যাচি বারেবারে,
দিশাহীন পথ ছুটছে যে রথ জানিনা থামবে কোন প্রান্তপারে।