হে মন কেন তুমি অস্থির? কি চাও ?
বারি নয় সে তো মরীচিকা তুমি দাড়াও,
  যে তৃষ্ণা অন্তর্নিহিত তোমা মধ্যে,
পাবেনা সেটা,নয়কো যেটা সাধ্যে।


ককিলের স্বর যদি কাকেরা পাইত,
কাককে কাক নকো ,ককিল কইত,
চাঁদের আলো যদি সূর্যের ন্যায় হইত,
দিবা ও রাত্রির মধ্যে তফাৎ কি রইত?


স্বপ্নের দেশ নিদ্রাতেই থাকে বেশ,
স্বয়ং রাজা অধীনে জনের সমাবেশ,
ইচ্ছা পূরণে থাকেনা কোনো শেষ,
নিদ্রার সমাপ্তি সকল প্রাপ্তি নিরুদ্দেশ।


অবুঝ যে মন অন্যরে বোঝেনা সে ,
কামনার প্রদীপ ভাসাইছে আকাশে,
প্রকৃতির নীতি থাকেনা কারো বশে,
মায়ার জাল হেন কারণ যে ধ্বংসে।