অজানা অবাঞ্ছিত অদৃশ্য কঠিন সত্য,
                       নাহি জানা কখন আগমন,
জলে স্থলে সর্বস্বত্ব তোমা অধিপত্য,
                সাক্ষাৎ হইলে পরলোকে গমন।


শাস্তি না মুক্তি বোঝা ভার এমন যুক্তি,
                    অসংখ্য  তর্ক বিতর্ক রয়েছে,
নানান প্রয়োগশক্তি বিজ্ঞান ও প্রযুক্তি,
                        সর্বত্র বিফল হতে হয়েছে।


কাহারো শোক কাহারো খুশীর কারণ
                       তফাৎ রয়েছে কেবল বয়সে,
তোমারে নিহিত আছে সমস্যার নিবারণ,
                     এসো সঠিক সময়ে আবাসে।


প্রকৃত সত্য আছে নেপথ্য নাহি কোন নিদর্শন,
গভীর মনপ্রান্তে উৎসুক জানতে কি হবে?
হবে যখন তোমারে দর্শন।