বাবার প্রেমি ছোট্টো সৌমী তোমা আবির্ভাব,
সাদা জীবন রঙিন হয়ে পরিবর্তিত মোর  স্বভাব।


দিনটি ছিল মঙ্গলবার, ২২শে  ডিসেম্বর  ২০১৬,
দীর্ঘ দিনের স্বপ্ন  আমার যেন সর্বাঙ্গে পুরন হল।


যেদিন তুমি হাসপাতালে জন্ম নিলে মাতৃ কোলে,
কেমনে যেন পাসান চক্ষু ভরে গেল করুনাজলে।


তোমা লক্ষীরূপে আগমনে আনেন্দ মন প্রফুল্লিত,
যাচকের কামনা নিরূপিত, যজ্ঞ মোর সম্পাদিত।


জীবনের প্রথম উপলব্ধি,বরণ করে পিতা উপাধি,
চন্দ্র সূর্য যেন হাতের মুঠোয় ও সংকুচিত পৃথিবী।


বাবা যদিও মা হয়না,অনুভূতিতো প্রকাশ পায়না,
বাবার কাছে মেয়ে কি? ভাষাতে তা ব্যক্ত হয়না।


মুখে তোতলামি কথা, হামাগুড়ি ও পড়াপড়া হাঁটা,
উচ্চারিত প্রথম শব্দ "বাবা" মোর মনমাল্যে গাঁথা।


তোমা আমুদে দোল খায় মন ও বেদনাতে কাঁদে,
ইচ্ছে করেই পড়ে থাকি এই মায়া জালের ফাঁদে।


তুমি মান, তুমি অভিমান, তুমিয়েই মোর প্রাণ,
তোমা অধিক সমগ্র জগতে নেই কোন মুল্যবান।