অত‍্যন্ত চমৎকার একটি কবিতা।
ক্ষমা শব্দটি তাৎপর্যপূর্ণ ভাবে এখানে প্রয়োগিত হয়েছে।
নানা ডাইমেনশনে ক্ষমার প্রয়োগ অপপ্রয়োগের কথা সাবলীল ভাষায় উপস্থাপিত হয়েছে এটি এক স্বার্থক মানবিক মুল‍্যবোধের জাগ্রত শাণিত উচ্চারণ।
অভিনন্দন ও শুভাশিস রইলো স্নেহাশিস কবির প্রতি।
দীনুল ইসলাম বাবুল।
তাং ১২-০৯-২০২০ ইং