ঘাসের বুকে পাথর চাপিয়ে চলে গেল যারা,
তারা কি জানে?
মাথা উঁচু করে বেঁচে থাকার মানে?


যে বৃদ্ধ আগুনপথের ওপর,
ভাঙা কাচের রেখার মতো পা দুটো ফেলে,
ঠেলছে ঠেলা।
অথচ তার এই সময় জেনো,
নাতি-নাতনির দোলনা ঠেলে,
খেলার কথা।


বৃদ্ধ আজ বাদের খাতায়,
বলছে বৃদ্ধ হেসে
সব সুখ কি মনের মতো?
তবুও আমি বীরের মতো,
আজও দাঁড়িয়ে আছি,
লড়াই ভালোবেসে।