মাঝে মাঝে নিজেকে নিয়ে যাই,
হাতিপোতার লাল পুল থেকে কিছুটা দূরে
যেখানে মেঘেদের বাড়ি।


মাঝে মাঝে নিজেকে আড়াল করতে ভালো লাগে।
যে ঠোঁটগুলো ভালোবাসি বলে,তার পরিমাণ কতটা
বোঝার জন্য।
কিছুসময় খুব কাছ থেকেও মানুষকে স্পষ্ট বোঝা যায় না।


যেভাবে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালে,
পাহাড়ের ভালো ছবি আসে।