সে মানুষের ঠিকানা কোথায়?
যে বুকে আগুন নিয়েও,ভুলে যায় না ওড়া
থার্মোমিটার বলে জ্বরের কথা,
আসলে কপাল,শোকের আঁচে পোড়া।


চোখের পাতায় দাঁড়িয়ে দেখে ঘুম,
চোখের ভেতর প্রবল স্রোতের টান।
থোরাই আমার কাছের কেউ আছে,
নইলে আমারো হত,তীব্র অভিমান।


কিছু প্রেম একপশলা বৃষ্টির মতো
চোখের পলক ফেলতেই,মুছে যায় আয়ুরেখা।
সেই মানুষই সবচেয়ে ভালো ছোটে,
যে মানুষ পুরোপুরি একা।