অসুখেও তো সুখ আছে,
খালি পায়ে শিশিরে ভেজা নরম ঘাসের ওপর দিয়ে,
হেঁটে যাবার মতো।


মাথার কাছে জেগে থাকে 'একজন'।
আমার নিভে যাওয়া প্রদীপ,
কতবারই না আগলে দিয়েছে 'সে'
ধীরে ধীরে ভারী রাত হালকা হয়ে আসে।


যে অসুখে ব্যর্থ মেডিসিন
সে অসুখ,আদরে সেরে ওঠে।